• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-৪-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৪৪

ধাপেরহাটে জুয়া খেলার সরঞ্জামসহ দুই জুয়ারু গ্রেফতার



ধাপেরহাট প্রতিনিধি ►

সাদুল্লাপুর উপজেলাার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে দুই জুয়ারু গ্রেফতার। জানাগেছে  গত রবিবার ১৬ মার্চ  রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত কেন্দ্রের এস আই জিয়াউল হক মামুন,এস আই তরিকুল ইসলাম ও এ এস আই আমিরুল ইসলাম সংঙ্গীয়ফোর্সসহ অভিযান চালিয়ে,  ধাপেরহাট  আরাজি ছত্রগাছা এলাকায় একটি জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ দুই জুয়ারুকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন,আরাজী ছত্রগাছা  গ্রামের  খোকা মিয়ার পুত্র মমদেল(৪০) ও  ওয়াহেদ আলীর পুত্র ওমর আলী (১৮)।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের  পুলিশ পরিদর্শক পবিত্র কুমার জানান, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালত আদালতে প্রেরণ করা হয়েছে।